কচুয়া উপজেলার রহিমানগর বাজারে রাস্তার পাশের ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে বিডি ক্লিন সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার সকাল ৯টা থেকে রহিমানগর বাজারের শাহজালাল কমপ্লেক্সের সামনে থেকে শুরু করে কলেজের মোড় পর্যন্ত সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে শিক্ষার্থীরা। এতে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ, স্থানীয় জনতা ও রহিমানগর বাজার কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।
এসময় বিডি ক্লিন কচুয়া শাখার উপজেলা সমন্বয়ক এহছানুল হক শরীফ স্থানীয়দের উদ্দেশ্য করে বলেন, ‘এ দেশ এবং এ এলাকা আমাদের। বাজারের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিত করাই আমাদের নৈতিক দায়িত্ব আপনারা কেউ যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলবেন না। মনে রাখবেন দেশটা আমাদের সকলের, রাস্তা-ঘাট পরিষ্কার রাখুন সুন্দর আগামীর বাংলাদেশ গড়তে আমাদের সহযোগিতা করুন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রহিমানগর অঞ্চলের সমন্বয়ক তন্ময় বলেন, দেশের এই পরিস্থিতিতে ছাত্ররা বসে নেই। আমরা বাজার পরিষ্কার, ট্রাফিক নিয়ন্ত্রন, বাজার দর মনিটরিং সহ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করে যাচ্ছি।
অন্যদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে রহিমানগর বাজার কমিটির আহবায়ক জাহাঙ্গীর আলম ফারুকী বলেন, তরুণ প্রজন্মের কাছে আমাদের সবার শিখার আছে অনেক কিছু। তাদের এমন প্রশংসীত ভালো কাজ দেখে আমাদের আগামী প্রজন্মও উৎসাহিত হবে।
কচুয়া-১: কচুয়ার রহিমানগর বাজারে ড্রেনের ময়লা পরিষ্কার করছে বিডি ক্লিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীবৃন্দ।