কচুয়ায় আলোর মশাল যুব সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকি পালন
কচুয়ায় আলোর মশাল সামাজিক যুব সংগঠনের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনটি সাফল্যের ৮ বছর পেড়িয়ে গৌরবের ৯ বছরে পাঁ রাখায় শুক্রবার বিকেলে কচুয়া প্রেসক্লাব কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উৎযাপন করা হয়।
আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সায়েমের সভাপতিত্বে ও উপদেষ্টা আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আলোর মশালের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাবসায়ী শরীফুল ইসলাম মিঠু, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন, রাকিবুল হাসান, মানিক ভৌমিক, সংগঠনের উপদেষ্টা ওমর খৈয়াম বাগদাদী রুমি প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ন সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সুমন। এসময় আলোর মশাল যুুব সংগঠনের সদস্যবৃন্দ, কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।