রণবীর কাপুর ও আলিয়া ভাটের কন্যা রাহার বয়স মাত্র ১ বছর ৪ মাস। তবে এর মধ্যেই সে বলিউডের সবচেয়ে ধনী তারকা-কন্যার তকমা পেয়েছে। কারণ, ২৫০ কোটি রুপি মূল্যের নতুন বাংলো কন্যা রাহার নামে উপহার দিতে চলেছেন আলিয়া-রণবীর। বাংলোর সহমালিক হবেন রণবীরের মা নীতু কাপুর। খবর হিন্দুস্তান টাইমসের মুম্বাইয়ের বান্দ্রা গড়ে উঠছে রণবীর-আলিয়ার নতুন বাড়ি। ভারতীয় গণমাধ্যম বলিউড লাইফের প্রতিবেদন অনুসারে এই বাড়ি তৈরি করতে খরচ করছে ২৫০ কোটি রুপি।