জাতীয় শিল্পকলা একাডেমিতে আগামী বুধবার সপ্তাহব্যাপী নৃত্যশিল্প উৎসব শুরু হচ্ছে। আন্তর্জাতিক নৃত্য দিবস সামনে রেখে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এ উৎসবের আয়োজন করেছে।
‘বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়’ স্লোগানে হবে এবারের উৎসব। উৎসবের পাশাপাশি মেলাও চলবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শিল্পকলার চিত্রশালায় চলবে এ মেলা।
আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শিল্পী মিনু হক, সাংগঠনিক সম্পাদক অনিক বোস, অর্থ সম্পাদক ফারহানা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক কস্তুরি মুখার্জিসহ আরও অনেক শিল্পী।
মিনু হক জানান, এ বছর কেন্দ্রীয়ভাবে সপ্তাহব্যাপী মেলা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসের সকালে মঙ্গলনৃত্য, আনন্দ শোভাযাত্রা ছাড়াও আলোচনা সভা, গুণীজনদের সম্মাননা প্রদান এবং দেশ–বিদেশের নৃত্যশিল্পীদের নিয়ে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে।
আয়োজকেরা জানান উৎসবে লোকনৃত্য, কত্থক ও মণিপুরি নৃত্য পরিবেশন করা হবে। এ ছাড়া থাকবে নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু স্মরণে কর্মশালা।
শিল্পকলার জাতীয় নাট্যশালা ভবনে নৃত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল বিকেলে। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন নৃত্যশিল্পী তামান্না রহমান। আলোচনা করবেন লেখক ও গবেষক মুস্তাফা মজিদ।
জাতীয় শিল্পকলা একাডেমিতে আগামী বুধবার সপ্তাহব্যাপী নৃত্যশিল্প উৎসব শুরু হচ্ছে। আন্তর্জাতিক নৃত্য দিবস সামনে রেখে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা এ উৎসবের আয়োজন করেছে।
‘বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়’ স্লোগানে হবে এবারের উৎসব। উৎসবের পাশাপাশি মেলাও চলবে। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শিল্পকলার চিত্রশালায় চলবে এ মেলা।
আজ শনিবার সকালে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শিল্পী মিনু হক, সাংগঠনিক সম্পাদক অনিক বোস, অর্থ সম্পাদক ফারহানা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক কস্তুরি মুখার্জিসহ আরও অনেক শিল্পী।
মিনু হক জানান, এ বছর কেন্দ্রীয়ভাবে সপ্তাহব্যাপী মেলা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসের সকালে মঙ্গলনৃত্য, আনন্দ শোভাযাত্রা ছাড়াও আলোচনা সভা, গুণীজনদের সম্মাননা প্রদান এবং দেশ–বিদেশের নৃত্যশিল্পীদের নিয়ে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হবে।
আয়োজকেরা জানান উৎসবে লোকনৃত্য, কত্থক ও মণিপুরি নৃত্য পরিবেশন করা হবে। এ ছাড়া থাকবে নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু স্মরণে কর্মশালা।
শিল্পকলার জাতীয় নাট্যশালা ভবনে নৃত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল বিকেলে। এতে মূল প্রবন্ধ পাঠ করবেন নৃত্যশিল্পী তামান্না রহমান। আলোচনা করবেন লেখক ও গবেষক মুস্তাফা মজিদ।