আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি মানবতার হাত বাড়িয়ে দিতে পারে এমনই এক মানবিক পুলিশের দেখা মিলল পাবনার সাথিয়া থানার কাশীনাথপুর পুলিশ ফাঁড়িতে।
গতকাল ৫ই জুন শুক্রবার বিকেলে কাশিনাথপুর পান বাজারে অজ্ঞাত এক বৃদ্ধা মহিলাকে মুমূর্ষ অবস্থায় নর্দমায় পড়ে থাকতে দেখেন কাশিনাথপুর জুয়েলারি ব্যবসায়ী একরাম, তাৎক্ষণিক কাশিনাথপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আশরাফুল আলমকে বিষয়টি অবহিত করেন জুয়েলারি ব্যবসায়ী ইকরাম।
দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফুল আলম ও তার সরকারি, এএসআই সাগর।
মানবতার হাত বাড়িয়ে দিয়ে নর্দমা থেকে সেই বৃদ্ধা মহিলাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত কাশিনাথপুর ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করেন।
পরে ডাক্তারদের সহযোগিতায় ওই বৃদ্ধা মহিলাকে উন্নত চিকিৎসার জন্য একটি সংস্থার মাধ্যমে পূর্ণাঙ্গ চিকিৎসার ব্যবস্থা করে দেন সেই মানবিক পুলিশ এস আই আশরাফুল আলম এবং এএসআই সাগর।
তাদের এমন মানবিকতা দেখে বাকি পুলিশ সদস্যদের মধ্যেও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন কাশীনাথপুরের সুশীল সমাজের মানুষ। এসময় ক্রিসেন্ট হাসপাতালের ডাক্তার নার্স এবং হাসপাতাল পরিচালকদের ধন্যবাদ জ্ঞাপন করেন বৃহত্তর কাশীনাথপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাশিনাথপুর বাঁশি।