বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ
আজ ১৩ জুলাই ২০২৪ তারিখে চাঁদপুর জেলায় বৃক্ষমেলা ২০২৪ এর শুভ উদ্ভোধন করেন চাঁদপুর এর জেলা প্রশাসক কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে আরও অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বিভাগীয় বন কর্মকর্তা, জি এম মোহাম্মদ কবির, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহমেদ সিদ্দিকী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি জনাব শাহাদাত হোসেন শান্ত, জেলা পর্যায়ের ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট অংশীজন।
জেলা প্রশাসক উপস্থিত শিক্ষার্থীদের গাছ লাগানোকে তাদের শখের কাজে পরিণত করতে আহ্বান করেন।