বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পরই রাজধানীসহ সারাদেশে ছাত্র-জনতা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করছেন।
সোমবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গাবতলীর প্রধান সড়কগুলোতে জড়ো হন লাখো মানুষ। এসময় তাদের বিজয় উল্লাস করতে দেখা গেছে। সবার মুখেই স্লোগান ছিল, পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে; ছি ছি হাসিনা লজ্জায় বাঁচি না; হই হই রই রই ছাত্রলীগ গেল কই- ইত্যাদি।
শ্যামলী থেকে ধানমন্ডি ২৭ এ লাখো লোকের সমাগম দেখা গেছে। মোটরসাইকেল হর্ন বাজিয়ে উল্লাস করতে দেখা গেছে।
আসাদ এভিনিউ সড়কে শামসুজ্জামান নামের একজন জাগো নিউজকে বলেন, বিগত ১৭ বছর ধরে মানুষ কোনো কথা বলতে পারে না। আজকে মন হালকা হচ্ছে।
নুর মুহাম্মদ নামের একজন বলেন, জাতির এই আনন্দ মুহূর্তে ছাত্রদের অবদান অনস্বীকার্য। তাদের আত্মত্যাগ ভোলা যাবে না।
এদিন সড়কে সব শ্রেণিপেশার মানুষের উপস্থিতি চোখে পড়েছে। তাদের অনেকের হাতে ও মাথায় শোভা পাচ্ছিল বাংলাদেশের লাল-সবুজের পতাকা।
এর আগে বিকেলে জাতির উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।জনগণের উদ্দেশে সেনাপ্রধান দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও সংঘাত থেকে বিরত হওয়ার আহ্বান জানান।