অতিমাত্রায় রাজনীতিকরণ, স্বেচ্ছাচারিতা, চাঁদাবাজি ও সীমাহীন অনিয়মের মাধ্যমে দীর্ঘ দেড় যুগ ধরে চলা চৌদ্দগ্রাম প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ প্রায় এক বছর আগে উত্তীর্ণ হলেও এতদিন ওই কমিটি দিয়েই চলছিল প্রেসক্লাবের কার্যক্রম।
দেশের প্রতিটি ক্ষেত্র থেকে সব ধরনের অনিয়ম ও বৈষম্য দূর করার লক্ষ্যে সম্প্রতি ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষমতাসীন দলের পতন হলে অধিকার বঞ্চিত সব শ্রেণি পেশার লোকজন সর্বত্র পরিবর্তনের দাবি তোলে। এরই ধারাবাহিতায় বহু বছর ধরে বৈষম্যের শিকার হওয়া চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকরা প্রেসক্লাবের কমিটি বিলুপ্তের দাবি উঠায়।
এমন পরিস্থিতিতে গত শনিবার রাতে প্রেসক্লাবের কমিটির সদস্যদের সাথে আলোচনার পর সভাপতির অনুমতিক্রমে সাধারণ সম্পাদক আবুল বাশার রানা চৌদ্দগ্রাম প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা করে এবং প্রেসক্লাবের পরবর্তী কার্যক্রম আহ্বায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসআপে অবগত করে।
এরই পরিপ্রক্ষিতে বৈষম্যের শিকার হওয়া সাংবাদিকরাসহ অন্য সাংবাদিকদের নিয়ে রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় চৌদ্দগ্রাম বাজারে এক মত বিনিময় সভা দৈনিক নয়া দিগন্তের চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক চৌদ্দগ্রামের সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে দৈনিক আজকের পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: আকতারুজ্জামান, দৈনিক কালবেলার চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বকর সুজন, দৈনিক বাংলার জাগরণ চৌদ্দগ্রাম প্রতিনিধি আবদুল মান্নান, সাপ্তাহিক আলোকিত চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক এমরান হোসেন বাপ্পি, সাপ্তাহিক চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক মো: এমদাদ উল্যাহ, দৈনিক কালের কন্ঠ চৌদ্দগ্রাম প্রতিনিধি আবুল বাশার রানা, বিজয় বিডি ডট কম সম্পাদক মোহা: জহিরুল হাসান, দৈনিক যায়যায়দিন চৌদ্দগ্রাম প্রতিনিধি মু: বেলাল হোসাইন, দৈনিক একুশে পত্রিকা চৌদ্দগ্রাম প্রতিনিধি এফ এম রাসেল পাটোয়ারী, দৈনিক খবরপত্র প্রতিনিধি এম এ আলম, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আনিছুর রহমান, এশিয়ান টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি কামাল হোসেন নয়ন, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি মো: মনোয়ার হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি মো: শাহীন আলম, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি জহিরুল ইসলাম সুমন, আলোকিত একুশে সংবাদ প্রতিনিধি মো: আহসান উল্লাহ, দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহা: ফখরুদ্দীন ইমন, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি ইয়াছিন ফারুক, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ‘চৌদ্দগ্রাম প্রেসক্লাব’-এর পূর্ণগঠনের লক্ষ্যে সিরাজুল ইসলাম ফরায়েজীকে আহ্বায়ক ও এমরান হোসেন বাপ্পিকে সদস্য সচিব করে সাত সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
আহ্বায়ক কমিটির অপর সদস্যরা হলেন, মো: আকতারুজ্জামান, আবদুল মান্নান, আবু বকর সুজন, মো: এমদাদ উল্যাহ ও বেলাল হোসাইন।
সভায় প্রেসক্লাবের কমিটি বিলুপ্তের ঘোষণাপত্রটি বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার রানা আহ্বায়ক কমিটির কাছে হস্তান্তর করেন।
আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সদস্য অন্তর্ভুক্তি, যাচাই-বাছাই করে প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রকাশ ও তফসিল ঘোষণা করে ‘গণতান্ত্রিক’ উপায়ে ভোটের মাধ্যমে সাংবাদিকদের নেতৃত্ব নির্বাচন করার ব্যবস্থা করবে।
উল্লেখ্য, গত ১৫ বছর ধরে আ: লীগের সাবেক এমপি মুজিবুল হকের দেয়া তালিকা অনুযায়ী কতিপয় সাংবাদিককে ঢাকাতে তার বাসায় নিয়ে অথবা হোটেলে বসে আ: লীগ নেতারা প্রেসক্লাব কমিটি ঘোষণা করেছিল। প্রকৃত সাংবাদিকদের বিভিন্ন দলীয় ট্যাগ লাগিয়ে মামলা, হামলা, জেল-জুলুমের পাশাপাশি শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল। ইতোপূর্বে যারা প্রেসক্লাবের দায়িত্বে ছিলেন তারা উপজেলা ও থানাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং ব্যবসায়ীদের জিম্মির মাধ্যমে চাঁদাবাজি করে পুরো সাংবাদিক সমাজকে কলঙ্কিত করারও অভিযোগ রয়েছে। সেই কলঙ্ক মুছতে সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়।