গত ৫ আগষ্ট বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের মুখে হাসিনা সরকার পতন হলে চাঁদপুরের জেলার জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা আত্মগোপনে চলে যায়। যে কারণে সেবামূলক কার্যক্রম শতভাগ ব্যাহত হয়। এরই মধ্যে আত্মগোপনে থাকা জনপ্রতিনিধিদের তথ্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। তার আলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সারাদেশে জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়।
জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে সোমবার (১৯ আগষ্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই প্রজ্ঞাপনে চাঁদপুরের পৌরসভাগুলোতে প্রশাসক নিয়োগ দেয়া হয়।
নিয়োগ প্রাপ্তরা হলেন-চাঁদপুর পৌরসভায় উপপরিচালক স্থানীয় সরকার, চাঁদপুর। হাজীগঞ্জ পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। শাহরাস্তি পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), কচুয়া পৌরসভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), চেঙ্গারচর পৌরসভায় মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মতলব পৌরসভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ফরিদগঞ্জ পৌরসভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নারায়নপুর পৌরসভায় সিনিয়র সহকারী কমিশনার রাজস্ব শাখা, জেলা প্রশাসক কার্যালয়, চাঁদপুর।