ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে আফগান জাতীয় দলকে হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল। এবার শ্রীলঙ্কার মাটিতে চলমান ইমার্জিং এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আফগানদের হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসান অ্যান্ড কোং।
কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করেছিলো ৩০৮ রানের বিশাল স্কোর। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রানে থেমে যায় আফগানরা। ফলে বাংলাদেশ জয় পেয়েছে ২১ রানের ব্যবধানে।
‘এ’ গ্রুপে তিন ম্যাচে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করলো টাইগারদের ‘এ’ দল। সমান পয়েন্ট আফগানদেরও। তবে, রান রেটে পিছিয়ে তারা। স্বাগতিক শ্রীলঙ্কারও একটি ম্যাচ বাকি। তাদের পয়েন্ট ২। শেষ ম্যাচটিতে বড় ধরনের জয়েও যদি শ্রীলঙ্কা উপরে উঠে যায়, তাতেও বাংলাদেশের বিদায় আর নিশ্চিত হবে না।
বাংলাদেশের করা ৩০৮ রানের জবাব দিতে নেমে শুরুতে অবশ্য দারুণ খেলছিলো আফগানিস্তান। দলীয় ২৬ রানের মাথায় জুবাইদ আকবারি ১০ রান করে আউট হয়ে গেলেও অপর ওপেনার রিয়াজ হাসান এবং ওয়ান ডাউন নুর আলি জাদরান ৯০ রানের বিশাল জুটি গড়ে বাংলাদেশের সামনে ভয়ঙ্কর হয়ে ওঠেন।
দলীয় ১১৬ রানের মাথায় এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ৫৭ বলে ৪৪ রান করে আউট হন নুর আলি জাদরান। এরপর শহিদুল্লাহ এবং রিয়াজ হাসান মিলে গড়েন ৩২ রানের জুটি। ১০৫ বলে ৭৮ রান করে সৌম্য সরকারের বলে এলবিডব্লিউ আউট হন রিয়াজ হাসান। অধিনায়ক শহিদুল্লাহ করেন ৪৪ রান।
মিডল অর্ডারে ব্যাট করতে নামা বাহির শাহ ৫০ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। ১৫ রান করেন ইজহারুল্লাহ নাভিদ এবং ১৪ রান করেন শরাফুদ্দিন আশরাফ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান এবং সৌম্য সরকার। ১ উইকেট নেন রিপন মন্ডল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০৮ রান। ১০০ রান করে আউট হন মাহমুদুল হাসান জয়। ৬২ রান করেন জাকির হাসান, ৪৮ রান করেন সৌম্য সরকার, ৩৬ রানে অপরাজিত থাকেন শেখ মাহেদি হাসান।