মেহনতি-শ্রমজীবী মানুষের অকৃত্রিম বন্ধু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা কমরেড নিরোদ বরণ অধিকারীর ৪র্থ মৃত্যুবার্ষিকী ২৪ সেপ্টেম্বর রবিবার। ওই দিন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা বিকাল ৪ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মসূচীতে পার্টির সকল কর্মী সমর্থক ও শুভার্থীদেরকে যথাসময়ে চাঁদপুর সদরের শিলন্দিয়া গ্রামের প্রয়াতের নিজ বাড়িতে উপস্হিত হওয়ার জন্য অনুরোধ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ( সিপিবি) চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী ও সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন।