কচুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৩ আজ অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিতব্য কচুয়া উপজেলায় ৬টি পৃথক কেন্দ্রে মোট ২ হাজার ৪ শ ৯৪ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহন করবে।
কেন্দ্র ভিত্তিক শিক্ষার্থীরা হচ্ছে, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজে ৬৪৭ জন, সাচার উচ্চ বিদ্যালয়ে ৫৫৩জন, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ২৮৩জন, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে ৪৮৮জন, আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজে ২০৩জন এবং তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ে ৩২০জন। অন্যান্য বছরের ন্যায় এবারো শতভাগ স্বচ্ছতা-নিরপেক্ষতা ও সুষ্ঠ পরিবেশে এবারের কচুয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা গ্রহনের লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্যদিকে পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে গ্রহনের লক্ষে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মী ও শিক্ষক, অভিভাবকদের সহযোগিতা চেয়েছেন কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিক ও সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার।