চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি কাঠের বোট থেকে ৩২ লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করেছে কোস্টগার্ড।
রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ আনুমানিক রাত ০২০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন হরিণা ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন মুন্সিগঞ্জ হতে বরিশালগামী একটি ইঞ্জিন চালিত কাঠের বোট এর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য কর্তৃক থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে আনুমানিক ৩২ লাখ মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।