চাঁদপুরে মাদক বিরোধী অভিযানে ০৪ (চার) বোতল vodka, ০২ (দুই) বোতল হুইস্কি, ০২ (দুই) বোতল চেরিবেন্ডি, ০৪ (চার) লিটার দেশীয় চোলাই মদ ও ৩(তিন) টি বিয়ার ক্যানসহ ২জন মাদক ব্যবসায়ী আটক করে ডিবি পুলিশ।
মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম পুলিশ সুপার, চাঁদপুরের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুরের তত্বাবধানে শনিবার(০২ ডিসেম্বর) চাঁদপুর সদর থানাধীন হরিণা ফেরিঘাট এলাকা হতে ০৪ (চার) বোতল vodka, ০২ (দুই) বোতল হুইস্কি, ০২ (দুই) বোতল চেরিবেন্ডি, ০৪ (চার) লিটার দেশীয় চোলাই মদ ও ৩(তিন) টি বিয়ার ক্যানসহ ২জন মাদক ব্যবসায়ী আটক করে ডিবি পুলিশ।
এসআই (নিঃ)/নাজমুন নাহার খানম এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল অদ্য ০২/১২/২০২৩খ্রিঃ তারিখ ১২.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন হরিণা ফেরিঘাট সংলগ্ন দিদার বাস কাউন্টারের উত্তর পাশে রাস্তার উপর ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ০৪ (চার) বোতল vodka, ০২ (দুই) বোতল হুইস্কি, ০২ (দুই) বোতল চেরিবেন্ডি, ০৪ (চার) লিটার দেশীয় চোলাই মদ ও ৩(তিন) টি বিয়ার ক্যান, উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার মূল্য ২৯৫০০/- টাকা। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ০১। মোঃ সেলিম মোল্লা (২৯), ০২। মোঃ মনোয়ার হোসেন মনু (২৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায় যে, উদ্ধারকৃত মদ কুমিল্লা সীমান্তবর্তী এলালা থেকে স্বল্প মূল্যে ক্রয় করিয়া অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে শরীয়তপুর নিয়ে যাইতেছিল।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরেুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-০৩, তারিখ-০২/১২/২০২৩খ্রিঃ, ধারাঃ ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারা মামলা রুজু করা হয়।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করার লক্ষে মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।