মোঃ জাভেদ হোসেনঃ চাঁদপুর ইনস্টিটিউটে নবীন বরণ অনুষ্ঠান রোববার ৩ নভেম্বর সকাল ১০ টায় নার্সিং ইনস্টিটিউট কনফারেন্স রুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে প্রথমবর্ষ ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স ৫০ জন ও মিডওয়াইফারী ২৫ জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের পরিচিতি সভা ও নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ইনস্টিটিউট’র ইন্সট্রাক্টর জয়নব বেগম।
নার্সিং ইনস্টিটিউট তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিলি মারমা এবং মনোরঞ্জন সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায় এ কে এম মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সাইদুল ইসলাম সোহেল, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সেবা সানজিদা আলম।
এসময় উপস্থিত ছিলেন,নার্সিংইনস্টিটিউট ইন্সট্রাক্টর, শাহানারার আক্তার,মুক্তি বেগম,রুহুল বাশার তালুকদার, খাদিজা বেগম,নাজমুনাহার,শারমিন সুলতানা,লাইলী আক্তার,উম্মে ছালমা, মাহাবুব হাছান প্রমুখ ।
বক্তরা নার্সিং পেশায় দক্ষ অর্জন করে মানবসেবা এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে নবীন শিক্ষার্থীদের আহ্বান করেন।