চাঁদপুর সরকারি কলেজে শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে ৪ ডিসেম্বর (সোমবার) দুপুর ১২:০০টায় হিসাববিজ্ঞান বিভাগের আয়োজনে ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়করের ভূমিকা এবং ব্যক্তি শ্রেণির করদায় নির্ণয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ। মুখ্য আলোচক ছিলেন কিউ এম হাসান শাহারিয়ার, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। সেমিনারে সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেদারুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, হিসাববিজ্ঞান বিভাগ।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ-অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, আয়কর একটি দেশের রাজস্বের অন্যতম প্রধান অনুষঙ্গ। ব্যক্তি পর্যায়ে যারা আয়করের আওতায় এসেছেন তাদের সকলের আয়কর প্রদান করা নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে শোষণ-বঞ্চনাহীন সমাজ নির্মাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলা গড়ার ক্ষেত্রে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ তৈরিতে করভুক্ত সকলের আয়কর প্রদানের কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।