বিএনপি-জামায়াতের অবরোধে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহমাহমুদপুর ইউনিয়নের মোল্লার বাড়ি সংলগ্ন স্থানে পদ্মা গাড়ি ভাঙচুর করা হয়েছেল। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা থেকে চাঁদপুরে ফেরার পথে ঢাকা মেট্রো-ব ১২-৩৫৪ পদ্মা গাড়িটি হামলার কবলে পড়ে, এতে পদ্মা গাড়ির চালক মোঃ স্বপন মিয়া (৪০) আহত হয়েছে।
জানা যায়, ঢাকা থেকে চাঁদপুরগামী পদ্মা গাড়িটি পুরো পথ ঠিক মত আসলে ও চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে মহামায়া মোল্লার বাড়ি সংলগ্ন স্থানে আসলেই অবরোধ সমর্থীত নেতাকর্মীরা রেললাইনের পাথর নিক্ষেপ করে পদ্মা গাড়িতে ভাংচুর করেন।
বিএনপি ও জামায়াতের অবরোধ উপেক্ষা করে সোমবার চাঁদপুর থেকে বিভিন্ন স্থানে দূরপাল্লার গাড়ি চলাচল করেন। দিনের বেলায় ঠিকমত চললেও সন্ধ্যার পর সেখানে সড়কে বিএনপির জামায়েতের নেতাকর্মীরা গাড়ি ভাংচুর করলে চালকদের মাঝে আতংক বিরাজ করে।