চাঁদপুর শহরে মেয়াদোত্তীর্ণ পন্য পাওয়ায় এবং পন্যের মূল্যে অতিরিক্ত রাখায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের স্টেডিয়াম রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, আজ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের বাজার তদারকি নিয়মিত অভিযান পরিচালিত হয়। এ সময় শহরের স্টেডিয়াম রোড এলাকায় অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ার দায়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং দাম বেশি রাখায় একটি প্রতিষ্ঠানসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা করে। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।