মতলব উত্তর উপজেলার মাদক বিক্রেতা মো. মাইনুদ্দিন (৪৫) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ডিসেম্বর) দুপুরে তাকে উপজেলার মান্দারতলী বাজার এলাকা থেকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের একটি দল।গ্রেফতার মাইনুদ্দিন মান্দরতলী বাজার এলাকার মৃত আব্দুল মান্নান পাটওয়ারীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমানএর সার্বিক তত্বাবধানে এবং ইন্সপেক্টর মোঃ তাজুল ইসলাম এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম মতলব উত্তর থানাধীন মান্দারতলী বাজারস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আসামী মোঃ মাইনুদ্দিন এর দেহ ও দোকানঘর তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিদর্শক মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।