হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি,ঢাকা এর উদ্যোগে হাইমচর উপজেলার লামচরি, কমলাপুর, নয়ানীলক্ষীপুর, দেওয়ান বাড়ি, গন্ডামারা, চরভাঙ্গা ও হাইমচর ড্রিগ্রী কলেজ মাঠসহ বিভিন্ন স্থানে প্রায় চার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল শামীম এর পরিচালনায় সমিতির শিক্ষা সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা জনাব মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক জনাব আহমদ আলী।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ ফয়সাল, সমিতির যুগ্ন অফিস সম্পাদক এডভোকেট মোঃ আলী, বিশিষ্ট সমাজসেবক মোঃ আল আমিন রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ভুট্টো পাটওয়ারী, আঃ সাত্তার মিয়া, সোহাগ মিয়া প্রবাসী মোঃ রুবেল, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির হাইমচর এর সহ-সভাপতি সালেহ আহমদ প্রমুখ।