হাজীগঞ্জ উপজেলায় ইঞ্জি. মোহাম্মদ হোসাইন এর উদ্যোগে পনেরো টি পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ পূর্ব বাজার শাহজালাল ব্যাংক এর নিচে ৯নং গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরুর রহমান বেলাল এর গদিঘর থেকে রোটারি ক্লাব অফ উত্তরা এর উদ্যোগে হাজীগঞ্জ এবং শাহরাস্তি দুই উপজেলা গ্রামীণ সুবিধা বঞ্চিত মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে এ সেলাই মেশিন বিতরণ করেন ইঞ্জি: মোহাম্মদ হোসাইন।
ওইসময় প্রধান অতিথির বক্তৃতায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, ঢাকা সেন্টার এর চেয়ারম্যান ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বলেন, আমি সব সময় এই জনপদের মানুষের জন্য কাজ করে আসছি এখনো কাজ করছি। বিশেষ করে আমার হাজীগঞ্জ-শাহরাস্তির দরিদ্র অসহায় মানুষের পাশে থাকি তারই অংশ হিসাবে গত মাসে ৫০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি এবং আরো ১৫ জন অসহায় নারীর মাঝে আজ সেলাই মেশিন বিতরন করা হয়। আমি সমাজ সেবার পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্রাস্ট ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রোটারিক্লাব অফ উত্তরা এর সাবেক প্রেসিডেন্ট সুরাইয়া তালুকদা, স্থপতি রেজাউল ইসলাম, স্থপতি নুজাত জেরিন, ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।