দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ দলীয় প্রতীক পাওয়া ও প্রার্থীতা যাচাই-বাচাইয়ের পর শুক্রবার প্রথমবারের মতো নির্বাচনী এলাকায় আসেন। ড. সেলিম মাহমুদের কচুয়ায় নিজ এলাকায় আগমন উপলক্ষে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়। পরে ঘরোয়া পরিবেশে বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে ড. সেলিম মাহমুদ বলেন, আগামী ৭ জানুয়ারী নির্বাচন অন্য যেকোনো সময়ের নির্বাচন নয়। এ নির্বাচন নিজেদের অস্তিত্ত্ব টিকিয়ে রাখার নির্বাচন। মনে রাখবেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই সকলে ভালো থাকবেন এবং দেশের উন্নয়ন হবে। তাই উন্ননের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশের প্রয়োজনে এবং মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষে জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হবে। এসময় তিনি আগামী ৭ জানুয়ারী দিনভর উন্নয়ন ও স্বাধীনতার প্রতীক বঙ্গবন্ধুর মার্কা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় পৃথক অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তরিকুল ইসলাম মুন্সি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা, বিতারা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ইসহাক সিকদার, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন, কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসাইন মজুমদার, কচুয়া সদর ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, কড়ইয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুস সালাম সওদাগর, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যন আমির হোসেন, সাচার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিন্নত আলী তালুকদার মিনু, বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন, সাধারন সম্পাদক সোহাগ খান, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আহাদ, সাধারন সম্পাদক ফারুক হোসেন, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন, কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক আবুল হাসানাত ফরহাদ কড়ইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন মেম্বার, আশ্রাফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।