কচুয়ায় আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্টুডেন্টস ফোরাম ও আইনগিরি-বাতাবাড়িয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দ্বিতীয় বারের মতো শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার আইনগিরি উচ্চ বিদ্যালয়ে ৫ম থেকে ৮ম শ্রেনীর প্রায় ২শ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। কেন্দ্র পরিদর্শন করেন, ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন।
পরীক্ষায় দায়িত্ব পালন করেন, আইনগিরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান, সভাপতি ডা. আব্দুল কাদের, আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল তালুকদার, ব্যাংকার নাদের শাহ, এমরান প্রধান ও জালাল প্রমুখ।