চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি বলেন, গত ২ দিনে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে মনিটরিং এর পাশাপাশি জরিমানা করা যেতে পারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা হওয়ার পর মনোনয়ন জমা দেয়া হয়েছে।
এসময সভায় বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন সংক্রান্ত, নিয়মিত আইনশৃঙ্খলা পর্যালোচনা ও মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত, মাদকদ্রব্য ও চোরাচালান সংক্রান্ত, ভেজাল খাদ্য প্রতিরোধ ও বাজার মনিটরিং সংক্রান্ত, নারী নির্যাতন ও ইভটিজিং সংক্রান্ত এবং গ্রাম আদালত পরিচালনা বিষয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসার সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন মোহাম্মদ শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমূখ।