ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেছেন, হাবিবুল আউয়াল কমিশনই অবৈধ ও বাকপ্রতিবন্ধী। এদেশের জনগণ তো এই দলদাস কমিশনই মানে না। অবৈধ ও অথর্ব কমিশন রাজনৈতিক সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির করার কে? তার কোনো অধিকার নেই রাজনৈতিক দলের সভা-সমাবেশে বাধানিষেধ প্রদান করা।
তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনো সময় আছে ফরমায়েশি তফসিল বাতিল করুন। রাজনৈতিক সমঝোতা ছাড়া দেশের মানুষ কোনো নির্বাচন হতে দেবে না। একতরফা পাতানো নির্বাচন দেশের মানুষ সহ্য করবে না। কাজী হাবিবুল আউয়ালের মতো দলবাজ কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।
তিনি আরও বলেন, অবৈধ সরকারের মন্ত্রী-এমপিরা সম্পদের পাহাড় গড়ে তুলেছে। হলফনামায় প্রদত্ত রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। ৫ বছরে এতো সম্পদের মালিক হলো কি করে? তাদের আয়ের উৎস কি? এসব প্রশ্ন আজ গণমানুষের। তিনি বলেন, মন্ত্রী-এমপিদের সম্পদের পাহাড় দেখেও দুদকের নিরব ভূমিকা আমাদের ভাবিয়ে তুলছে। জনমুখে প্রশ্ন আসছে তাহলে দুদক কি মন্ত্রী-এমপিদের রক্ষাকবচ? তিনি অবিলম্বে অবৈধ সম্পদের মালিকদের বিরুদ্ধে দুদকের কার্যকরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
আজ ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার পুনঃগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম নিজাম, মাওলানা আবু নাঈম তানভীর, মাওলানা আনসার আহমাদ, মাওলানা নাসির উদ্দিন, হাফেজ শাহাদাত হোসাইন প্রমুখ।