দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে তিনজন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। এরা হচ্ছেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদ (নৌকা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাইফুল ইসলাম সোহেল (মশাল) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মো. সেলিম প্রধান (চেয়ার)।
এর আগে মোট ৯জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন এবং ৫ জন প্রার্থী যাচাই-বাছাইয়ের দিনে বাদ পড়েন ও ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয় এবং ওই ৫প্রার্থীর মধ্যে একজন আপিলে প্রার্থীতা ফিরে পান। তন্মধ্যে ২জন প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।