মতলব দক্ষিণ উপজেলার এতিহ্যবাহী মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শওকত আলী বাদল। বৃহস্পতিবার বিকেল ৩টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে শওকত আলী বাদলকে সভাপতি নির্বাচিত করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনের পরিচালনায় সভায় সভাপতিত্বে করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ গাউসুল আজম পাটওয়ারী। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।