হাইমচর উপজেলায় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বীর মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট জনের কবর জিয়ারত করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
গতকাল ২৫ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় তিনি হাইমচর উপজেলায় ঈগল প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা, গণসংযোগ ও মিছিল পূর্বে হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোতালেব জমাদার, একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহত শহীদ আব্দুল কুদ্দুস পাটোয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, রুহুল আমিন সর্দার, উত্তর আলগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোতালেব ভূইয়াসহ বিশিষ্ট জনের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহ আলম মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজি, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হাওলাদার, সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হোসেন পাটোয়ারী প্রমূখ।