নতুন কারিকুলাম বাতিল ও নির্বাচন বর্জনের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে,
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং একতরফা প্রহসনের নির্বাচন বন্ধ করার দাবিতে চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর, শেখ মুহা. জয়নাল আবদিন এর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন,মাওলানা নুরুল আমিন,জেলা সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদসানী, জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল,জেলা সহ সংগঠনিক সম্পাদক আমির হোসেন বিন নুরী,জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা আনোয়ার আল-নোমান,জেলা যুব সভাপতি মাওলানা ইমরান হোসাইন,জেলা সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, জেলা ছাত্র সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসাইন প্রমুখ।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার ঊর্ধ্বতন দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।