চাঁদপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে নৌকা মার্কার প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নিবেদিত একজন কর্মী হিসেবে আপনাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকালে কলাকান্দা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে আয়োজিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ৭ই জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নৌকা উপহার দিন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদির মোল্লার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, আ’লীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, আ’লীগ নেতা মুক্তার হোসেন গাজী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছোবহান সরকার সুভা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আতিকুল ইসলাম শিমুল, তরুণ আ’লীগ নেতা অ্যাড. সেলিম মিয়া’সহ আরো অনেকে। এসময় হাজার-হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।