চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামে সম্পত্তি গত বিরোধের জেরে হামলায় ৩ জন আহত হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
জানা যায়, মঙ্গলবার ( ২ জানুয়ারি) দুপুরে আশিককাটি ইউনিয়নের পাইকাস্তা গ্রামের গাজী বাড়ির সামনে ওই গ্রামের খলিলুর রহমান এর ক্রয়কৃত জমি বালু দিয়ে ভরাটে করতে গেলে পূর্ব পরিকল্পনা ভাবে ওই গ্রামের সুমন গাজী, রাজ্জাক গাজী, সুজন গাজী, মিজান গাজী অতর্কিতভাবে হামলা চালিয়ে রোকেয়া বেগম, আনোয়ারা বেগম, তাফাজ্জল প্রধানিয়াকে আহত করে।
সেই সময় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী পরিবার ৯৯৯ কল দিলে ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুর মডেল থানা পুলিশ। পরে মহিউদ্দিন গাজী বাদি হয়ে চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এই বিষয়ে মহিউদ্দিন গাজী বলেন, আমার পিতা ০৩/০৫/২০০৫ইং তারিখে চাঁদপুর সদর সাব রেজিস্ট্রী অফিসে রেজিস্ট্রীকৃত ২৫৫৯নং সাফকবলা দলিল মূলে ২নং ও ৪নং বিবাদীর পিতা মোঃ ছিটু গাজী হইতে খরিদ সূত্রে মালিক হয়। পরবর্তীতে বি.এস এর দাগ ভুল হলে বিগত ০১/০২/২০১৯ইং তারিখে ৩০০/- টাকা লিখিত সম্পাদিত ষ্ট্যাম্প মূলে অঙ্গীকার নামা প্রদান করে যে, বি.এস দাগ আমাদেরকে সংশোধন করে দিবে। পরবর্তীতে আমার বাবা সেই সম্পত্তিতে গত ১৫/১২/২০২৩ইং তারিখ হইতে ২১/১২/২০২৩ইং তারিখ পর্যন্ত বালু দ্বারা ভরাট করে। এই ঘটনায় মঙ্গলবার আমাদের পরিবারের উপর অতর্কিতভাবে হামলা করে। আমরা এই হামলার উপযুক্ত বিচার চাই।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এ এস আই রাজিব বলেন, জমি সংক্রান্ত বিষয়ে মারামারি হয়েছে। তারা লিখিত অভিযোগ দিয়েছে, বাকীটা তদন্ত করে ব্যবস্থা নিবো।