চাঁদপুর পৌরসভার নিউ ট্রাক রোড এলাকায় আল-আমিন মডেল মাদ্রাসায় নতুন বছরে দোয়া ও সবক অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সবক ও দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দোয়া ও সবক অনুষ্ঠান পরিচালনা করেন গাছতলা ইসলামপুর মাদ্রাসার পীর সাহেব আলহাজ্ব মাওলানা খাজা ওয়ালীউল্লাহ।
মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ নুরুল ইসলাম পরিচালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল -আমিন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুস সুক্কুর মাস্তান, সাধারণ সম্পাদক মাওলানা আলহাজ্ব আসাদুজ্জামান, এডঃ শেখ সালেহ
বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মজিবুর রহমান সুমন মাস্তান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মোঃ হাবিব উল্লাহ, হাফেজ মাওলানা মোঃ আবুল হোসেন, হাফেজ মাওলানা মোঃ শাহমামু দুররহমান, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, মোঃ মজিবুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আল -আমিন মডেল মাদ্রাসার নতুন বছরে ভর্তি সংখ্যা ২১০ জন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান।