চাঁদপুর জেলা পরিষদের পক্ষে থেকে হাইমচরে প্রায় দুই শতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করেন জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম সিকদার। ১৪ জানুয়ারি রবিবার সকালে উপজেলা ডাক বাংলোয় এই কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, যুগ্ম আহব্বায়ক গাজী সুজন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নয়ন পাটওয়ারী, প্রেসক্লাব দপ্তর সম্পাদক মামুন হোসেন, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক
মামুন মিজি, ক্রীড়া সম্পাদক কবির হোসেন সহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।