শীতার্তদের মাঝে কম্বল বিতরন করলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনের ২য় তলায় সমিতির স্টাফ সহ প্রায় শতাধিক হতদ্ররিদ্রদের মাঝে কম্বল তুলে দেয়া হয়।কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি অ্যাডঃ শাহজাহান মিয়া।
সংগঠনের কোষাদক্ষ্য ও জেলা আইনজীবী সমিতির সম্পাদক রেজিষ্টারিং অথরিটি অ্যাডঃ মামুন মিয়াজীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির লাইব্রেরী সম্পাদক অ্যাডঃ শাহজাহান খান, সংগঠনের সদস্য অ্যাডঃ সফিকুল ইসলাম রনি, অ্যাডঃ মুসলিম মিয়াজী, অ্যাডঃ ইমাম হোসেন সুমন ও অ্যাডঃ মহিউদ্দিন ফাহাদ।