চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অরক্ষিত পানির পাম্পে চাদর পেঁচিয়ে এক নারীর হাত ও মাথার চুল আটকে মৃত্যু হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের পুরানবাজার মেঘনা নদীর পাড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রজবুন নেছা (৮০)। তিনি পুরান বাজার নিতাইগঞ্জ এলাকার শুক্কুর মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, রজবুন নেছা বিভিন্ন স্থানে বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। বিকেলে নদীর পাড়ে বোতল খুঁজতে আসেন। ওইসময় স্থানীয় শামীমের অটো পাম্পে অসাবধানতায় চাদর পেঁচিয়ে তার হাত ও চুল আটকে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।