ঐতিহ্যবাহী হাইমচর প্রেসক্লাব এর দুই যুগ পূর্তি ও চলমান কমিটির দুই বছর পূর্তিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
হাইমচর প্রেসক্লাব নিজস্ব কার্যালয়ে চাঁদপুর জেলা পরিষদ সদস্য ও হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। হাইমচরের সাংবাদিকরা ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা, উন্নয়ন, সমাজের অসঙ্গতি তুলে ধরে হাইমচরের উন্নয়নকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হাইমচরের সকল ইতিবাচক কর্মকাণ্ডে অগ্রগামী হয়ে হাইমচর প্রেসক্লাব নেতৃত্ব দিয়ে আসছে। সাংবাদিকতা পেশা সম্মানিত পেশা। সাংবাদিকরা সমাজের দর্পন। আমি আশা করবো অতীতের ন্যায় ভবিষ্যতেও হাইমচরের স্বার্থে আপনাদের কলম চলবে। আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে হাইমচর তথা দেশ ও জাতির সেবা করবেন এটাই প্রত্যাশা করি।
সভা শেষে বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন সাধারণ সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ায় হাইমচর প্রেসক্লাব আজীবন সদস্য ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া চাঁদপুর জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম শিকদার এবং চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হওয়ায় হাইমচর থানা অফিসার ইনচার্জ মো: ইয়াসিনকে সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, হাইমচর থানা অফিসার ইনচার্জ মো: ইয়াসিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও হাইমচর উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এম এ বাশার।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য মো: নুরুল ইসলাম, মো: গোফরান হোসেন, সিনিয়র সদস্য খন্দকার আবুল কালাম, প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি আঃ রহমান, সহ সভাপতি বিএম ইসমাইল, সহ মুনচুর পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক মাসুদ আলম রিয়াদ, অর্থ সম্পাদক মামুন মিয়াজী,প্রচার সম্পাদক মোঃ শাহ আলম মিজি, দপ্তর সম্পাদক মোঃ মামুনুর রশীদ, ক্রীড়া সম্পাদক কবির কোতয়াল, মহিলা সম্পাদিকা নির্বাচিত হয়েছেন তাসলিমা জাহান পপি, সমাজকল্যাণ সম্পাদক মোতাহার হোসেন, সাহিত্য সম্পাদক খন্দকার মো: সবুজ, কার্যনির্বাহী সদস্য জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, গাজী মো: সুজন, নাজমুল আলম পলাশ, মোশাররফ হোসেন নয়ন, মো: শরিফ, আলমগীর পাটওয়ারী, হোসেন গাজী, রফিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।