চাঁদপুর জেলায় ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ এবং ২০১৮-২০২৩ পর্যন্ত শ্রেষ্ঠ ইমামদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ চাঁদপুর জেলায় ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ এবং ২০১৮-২০২৩ পর্যন্ত শ্রেষ্ঠ ইমামদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল সহ সংশ্লিষ্ট অংশীজন।
ইমামগণ জনসাধারণকে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান দানের পাশাপাশি তাদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন। বাংলাদেশে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামরা আর্থ সামাজিক উন্নয়নে অংশ গ্রহণ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।