বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা কমিটির বর্ধিত সভা ৩ ফেব্রুয়ারি, শনিবার, বিকাল ৩ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি মো. বিলাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আলী আক্কাছ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন ঢালী, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মো. বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জেলা অর্থ সম্পাদক ফয়েজ আহম্মেদ, নারী সম্পাদক সেলিনা আফরোজ, দপ্তর সম্পাদক হাসান আহম্মেদ, ইমরান শাকির ও কাজল হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে এপ্রিল মাসে সম্মেলন ও মার্চের ২ তারিখ আনন্দভ্রমণের সিদ্ধান্ত নেয়া হয় এবং সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তার স্হলে জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন ঢালীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদে অন্তর্ভূক্ত করা হয়।