অলীয়ে কামেল হযরতুল আল্লামা আবুল হাসান শাহ মুহাম্মাদ ফায়েজ উল্লাহ শাজুলি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহাসিক শাজুলিয়া দরবার শরীফের ২দিন ব্যাপী বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার এ মাহফিলে দেশ-বিদেশের ধর্মপ্রান মুসিল্লিদের উপস্থিতি লক্ষ করা গেছে। মাহফিলে দ্বিতীয় দিনে শুক্রবার রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়ার নব নির্বাচিত সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ।
শাজুলিয়া দরবার শরীফের এ মাহফিলে বাংলাদেশসহ এশিয়া মহাদেশের প্রখ্যাত ওয়ায়েজীন, পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম দ্বীন ইসলামের বিভিন্ন বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন। শনিবার বাদ ফজর আখেরি মুনাজাত ও তাবাররক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন, দরবার শরীফের পীর শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।