কচুয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর উপলক্ষে ক্রীড়া,সাংস্কৃতিক,বিষয়ভিত্তিক কুইজ,কাবিং প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শাহাজাহান শিশির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাক্টর মো.জাকির হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারভীন সুলতানা,সহকারি শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র সেন,জামাল হোসেন,কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।