মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন। একুশে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে মতলব সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে উদযাপন কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা।
পরে চাঁদপুর ২ আসনের সংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এই সময় আরো শ্রদ্ধা নিবেদন করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মতলব পৌরসভা, মতলব প্রেসক্লাব, মতলব দক্ষিণ থানা, মতলব পৌর আওয়ামীলীগ ও যুবলীগ, মতলব সরকারি ডিগ্রী কলেজ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্টার অফিস, মতলব পল্লী বিদ্যুৎ সমিতিরসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
একুশে ফেব্রুয়ারীর সকালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মতলব দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগ, সুবর্ণ স্কুল, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমী, কচিকাঁচা প্রি ক্যাডার স্কুল, কচিকাঁচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি উচ্চ বিদ্যালয়, মতলবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, স্ট্যান্ডার্ড এডুকেয়ার, লিটন স্কলার্স স্কুল, বিডি ক্লিন মতলব দক্ষিণ উপজেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান। পরে মতলব সরকারি ডিগ্রী কলেজ প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি আরম্ভ হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
মহান শহীদ দিবস উপলক্ষে সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। মতলব পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন চন্দ্র দে, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা বশির উল্লাহ, থানার অফিসার্স ইনচার্জ রিপন বালা, মতলব ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক রুহুল আমিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা গণেশ ভৌমিক প্রমুখ।
আলোচনা সভার শেষে মহান শহীদ দিবস উপলক্ষে আয়োজিত আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এদিকে শহীদ দিবস উপলক্ষে মতলব ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ২০ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের সহায়তায় এবং ফ্রেন্ডস জোন সোসাইটি সংগঠনের উদ্যোগে বুক স্টলের উদ্বোধন করা হয়।