চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্বোধন
জেলা প্রশাসকের কার্যালয়ের আঙ্গিনায় সোনালী ব্যাংক পিএলসি শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় গ্রাহকদের সু্বিধার্থে এ বুথ শাখার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
চাঁদপুর সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে সোনালী ব্যাংক চাঁদপুর শাখার এজিএম মোঃ মানিক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
নিগার সুলতানা, চাঁদপুর সোনালী ব্যাংকের চাঁদপুর শাখার এসপিও মোঃ মনির হোসেন, মোঃ মফিজ উদ্দিন প্রমুখ।