পূর্ণাঙ্গ উৎসব বোনাস ও সরকারি নিয়মে বাড়িভাড়ার দাবিতে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির স্মারকলিপি পেশ
পূর্ণাঙ্গ উৎসব বোনাস ও সরকারি নিয়মে বাড়িভাড়ার দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর আজ২৯ ফেব্রুয়ারি,বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।
জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদানকালে উপস্হিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা সভাপতি মো. বিলাল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি বাকী বিল্লাহ, চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন, চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান, জেলা নারী বিষয়ক সম্পাদক সেলিনা আফরোজ, সদর উপজেলা সদস্য মাওলানা রফিকুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সদস্য আরিফুর রহমান।
চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের নেতৃত্বে সদর উপজেলা চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।