“ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা”
চাঁদপুর জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ (১১-১৭ মার্চ) এর উদ্বোধন, নৌ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১১ মার্চ ২০২৪ তারিখ চাঁদপুর জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ (১১-১৭ মার্চ) উপলক্ষে প্রথমেই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আব্দুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি এমপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান, নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) জনাব সুদীপ্ত রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভা মেয়র জনাব মো: জিল্লুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি, চাঁদপুর সদর, হাইমচর ও মতলব দক্ষিণের উপজেলা চেয়ারম্যানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আগত জেলেগণ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জনাব সৈয়দ মো: আলমগীর। সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন।
মার্চ এবং এপ্রিল এই দুই মাস সময় জাটকা শিকার, সংগ্রহ, মজুত কিংবা বিক্রয়ে কঠোরভাবে নিষেধাজ্ঞা রয়েছে। জাটকা রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ (১১-১৭ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। জাটকা নিধনের কার্যক্রমে কেউ যাতে অংশ না নেন তার জন্য মৎস্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অতঃপর বর্ণাঢ্যভাবে নৌ র্যালির মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপনী হয়।