বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিলটি জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ নেতা-কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ করে এই জোট।
বাম জোট বলছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ কর্মসূচি ছিল তাদের। বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে জোটের নেতা–কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি পুরানা পল্টন মোড়ে গেলে পুলিশের ব্যারিকেডে বাধার মুখে পড়ে। এরপর জোটের নেতা–কর্মীরা সেখানেই বসে সমাবেশ করেন। সেখানে পুলিশি বাধা ও দুর্ব্যবহারের নিন্দা জানানো হয়। জ্বালানি খাতের ভুলনীতি ও দুর্নীতির সঙ্গে জড়িতদেরও শাস্তির দাবি জানান তাঁরা।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিলটি জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে যাওয়ার সময় আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ নেতা-কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ করে এই জোট।
বাম জোট বলছে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ কর্মসূচি ছিল তাদের। বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে জোটের নেতা–কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি পুরানা পল্টন মোড়ে গেলে পুলিশের ব্যারিকেডে বাধার মুখে পড়ে। এরপর জোটের নেতা–কর্মীরা সেখানেই বসে সমাবেশ করেন। সেখানে পুলিশি বাধা ও দুর্ব্যবহারের নিন্দা জানানো হয়। জ্বালানি খাতের ভুলনীতি ও দুর্নীতির সঙ্গে জড়িতদেরও শাস্তির দাবি জানান তাঁরা।