কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ১৩৭ নং বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও
সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের মাঠে বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ গভর্নিং বর্ডির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অস্ট্রেলিয়া সিডনি শাখার সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী ফয়সাল আজাদ রুবেলের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান নুরে-ই-আলম রিহাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাহবুব আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ-প্রার্থী শাহজালাল প্রধান জালাল,মনপুরা বাতাবাড়িয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোস্তফা কামাল,কাদলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাউছার প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম প্রধান, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক ইকবাল হোসেন, বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, মধ্য মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউনুছ মিয়া, পশ্চিম মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ গভর্নিং বডির সদস্য মো.আব্দুল হান্নান মজুমদার প্রমুখ।
এ সময় বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য,শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।