কচুয়ায় অগ্নিকাণ্ডে গবাদিপশু ও বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাতে উপজেলার কাদলা গ্রামের পূর্বপাড়া চান্দের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতিসাধণ হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী পাটোয়ারীর।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার রাত ১টার সময় বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোয়াল ঘরের পাশে থাকা রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ঘরের আসবাবপত্রসহ পাশের গোয়ালঘরের ৫টি গরু, ২টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। ডাকচিৎকারে বাড়ির লোকজন ও গ্রামবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীগন ঘটনার স্থলে পৌছার পূর্বেই সব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ আইয়ুব আলী পাটোয়ারী জানান, অগ্নিকাণ্ডে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নূর-ই-আলম রিহাত,ইউপি সদস্য মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।