কাদলা ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদার। বুধবার সকালে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- মধুপুর মদিনাতুল উলুম হাফেজিয়া মাদরাসার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ শাহজাহান তালুকদার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা আক্তারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- নুরুল আজাদ কলেজের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তালুকদার, শিক্ষিকা জিলহজ¦ দিলরুবা, ইউপি সদস্য বাবুল প্রধান, পরিচালনা পর্ষদের সদস্য হারু
নুর রশিদ বেপারী, অভিভাবক মাহবুব মুন্সী, আল আমিন প্রমূখ। সভায় বিদ্যোৎসাহী সদস্য, অভিভাবক সদস্য, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের পর সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত করেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ আলমগীর তালুকদারকে।
নব-নির্বাচিত সভাপতি মোঃ আলমগীর তালুকদার বলেন, বিদ্যালয়টির শিক্ষাব্যবস্থা ও অবকাঠামোগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সকল সুযোগ-সুবিধা বাস্তবায়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এসময় তিনি সম্মানিত শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।