নির্বাচন কমিশন ঘোষিত সময় সূচি অনুযায়ী কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে ২৫ মে। সেই হিসাবে ভোটের ২ মাসের বেশি কিছুদিন বাকি থাকলেও এরেই মধ্যে উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এ নির্বাচনে কচুয়া উপজেলা চেয়ারম্যান পদ-প্রার্থী ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল প্রধান জালাল। গতকাল বুধবার উপজেলার কাদলা ইউনিয়নের নিশ্চিন্তপুর ইসলামিয়া এতিমখানা এতিম শিশুদের সাথে দলীয় নেতাকর্মী ও ভোটারদেরকে নিয়ে ইফতার করেন শাহ জালাল প্রধান জালাল। এসময় নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদরাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দিন ,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো.দেলোয়ার হোসেন, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ কামাল হোসেন অন্তর, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ,কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম প্রধান, উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মাহী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদ মিয়া, উপজেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান, যুবলীগ নেতা গাজী ফারুক,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহ্বায়ক আমির হোসেন, ইউপি সদস্য শাহ আলম পাটওয়ারী, ইকবাল হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।