অদ্য ২৬/০৩/২০২৪ খ্রি. রোজ মঙ্গলবার সকাল ৯:১৫ টায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ইংরেজি বিভাগ কর্তৃক সেমিনার আয়োজন করা হয়। দিবসটি উদ্যাপন উপলক্ষে সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান। সকাল ৭:০০ টায় কলেজ অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও বিএনসিসি সদস্য উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক এবং পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জীবন কানাই সাহা ও শিক্ষক পরিষদের সম্পাদক এবং ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ এনামুল হক। সেমিনারে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মোতাসিম বিল্লাহ্ এবং “১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা ও নয় মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জনঃ একটি তুলনামূলক বিশ্লেষণ” শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সাইদুল ইসলাম। সেমিনারে ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা আক্তার এর সঞ্চালনায় আলোচনা করেন সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বুলবুল আলম, রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আফসার আলী শিকদার, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ফয়জুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ এনামুল হক।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “মুক্তিযোদ্ধাদের অদম্য স্পৃহা ও আত্মত্যাগের মাধ্যমে মাত্র নয় মাসে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি”। তিনি তাঁর বক্তব্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের অসহনীয় বৈষম্যের বিষয়ে আলোকপাত করেন এবং মুক্তিযুদ্ধের আবশ্যিকতা সম্পর্কে গুরুত্বারোপ করেন। পরিশেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ মুক্তিযুদ্ধে শহিদ সকল মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগ্ফিরাত কামনা করেন।